রাজনীতিবিদেরা ঠিক হয়ে গেলে দেশের ৯৯ ভাগ মানুষ ঠিক হয়ে যাবে বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের শাসকেরা যদি ঠিক না হয়, তাহলে কাউকেই ঠিক করা সম্ভব নয়।
শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের সেনপাড়া খ্রিষ্টান চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক মতবিনিময় সভায় জামায়াতের আমির এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং বিশ্বাস করি, রাজনীতিবিদেরা ঠিক হয়ে গেলে দেশের ৯৯ ভাগ মানুষ ঠিক হয়ে যাবে। রাষ্ট্রের শাসকেরা যদি ঠিক না হয়, তাহলে কাউকেই ঠিক করা সম্ভব নয়। অনেক বলে এটা করিও না, ওইটা করিও না, তার কর্মীরা বলে আপনি কী করেছেন, আমি জানি না? নেতা অপরাধে লিপ্ত, সে যখন তার কর্মীকে ভালো কথা বলে, কর্মী তখন প্যাঁচার মতো হাসে।’