নির্বাচন প্রসঙ্গে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জাতির স্বার্থে সাড়ে ১৭ বছর ধৈর্য ধরেছি। আরও কিছুদিন ধৈর্য ধরার জন্য প্রস্তুত আছি। আমাদের মধ্যে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে ক্ষমতায় বসতে হবে। যোগ্যতম সময়ে সংস্কার শেষ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই।
শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আল্লাহ যদি আমাদের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করিয়ে সরকার গঠনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা জনগণের সেবক হব, শাসক নয়। আল্লাহ যদি আমাদের এই গদি দান করেন তাহলে এটা একটি বিরাট বোঝা হয়ে আমাদের পরীক্ষা হিসেবে ঘাড়ে আসবে। সুতরাং গদি কোনো সুখের জিনিস নয়, গদি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত।
‘জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘরে বন্দি থাকবে, নারীদের বোরকা পরে চলতে হবে’- এমন একটি রটনা ছড়ানো হচ্ছে- সেই প্রসঙ্গে তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যেহেতু নারীদের ঘরে বন্দি করে রাখেননি, আমরা কেন তাদের বন্দি করে রাখব।
তিনি বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি। দেশবাসী তাদের ক্ষমতায় বসিয়েছে। তারা অনেক জ্ঞানীগুণী মানুষ। সরকারে থাকা কোনো ব্যক্তি নির্বাচন করতে চাইলে তাকে এই সরকার থেকে পদত্যাগ করা উচিত। কোনো দলকে আমরা ক্ষমতায় বসানোর জন্য আসিনি। কোনো দলের চোখ রাঙানি বা ষড়যন্ত্রকে পাত্তা দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। তবে চাঁদাবাজি ও সিন্ডিকেট ঠেকাতে আমাদের সাহায্য সহযোগিতা চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারকে সর্বাত্মক সহযোগিতা