সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, বিগত হাসিনা রেজিমে যেসব গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছে, সেসব সব অপকর্মের পরিকল্পনা ও নির্দেশনায় ছিল ভারতীয়রা।
তিনি এও বলেছেন যে, হাসিনার শাসনামলে কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ, কার স্বার্থেই বা তিনি ক্ষমতায় ছিলেন।
সম্প্রতি গুম কমিশনের রিপোর্ট প্রকাশের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘‘গুম কমিশনের রিপোর্টের খানিকটা প্রকাশিত হয়েছে। লোমহর্ষক সেই বিবরণ পড়ে মনে হয় হাসিনা রেজিমের পৈশাচিকতা গেস্টাপো ও সাভাকের মতো ঘৃণ্য বাহিনীগুলোর চাইতে কোনো অংশে কম ছিল না।