মুসলমানদের ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে কথিত বুদ্ধিজীবীরা যুগ যুগ ধরে ষড়যন্ত্র করে আসছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। চরমোনাই মাদরাসা অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ইসলামবিরোধীদের বহুমুখী ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদের বিভিন্ন পুস্তক অধ্যয়ন করে জ্ঞান অর্জনে গুরুত্বারোপ করেন।
রেজাউল করীম বলেন, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান।
বিষয়টি অন্যরা বুঝতে শুরু করলেও অনেক মুসলমান এখনো ইসলামের সৌন্দর্য সম্পর্কে অবগত নন। ওই সব মুসলমান ইসলামের পরিপূর্ণ বিধান সম্পর্কে বুঝতে না পারায় আজও তারা অবুঝ থেকে গেছে। মুসলমানদের ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে কথিত বুদ্ধিজীবীরা যুগ যুগ ধরে ষড়যন্ত্র করে আসছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই কওমিয়া শাখার সভাপতি ফয়জুল্লাহ বিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান মেহমান ছিলেন, আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব মিসরের আল আজহার ইউনিভার্সিটির গবেষক ড. যাকী মুহাম্মাদ আবু সারী।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, চরমোনাই ইউপির চেয়ারম্যান মাওলানা সৈয়দ জিয়াউল করীম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইউসুফ আহমাদ মানসুর প্রমুখ উপস্থিত ছিলেন।