ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ রবিবার তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং চীন-বাংলাদেশের মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে দুই দেশের সম্পর্ক একটি নতুন মাত্রা অর্জন করবে বলে বিএনপির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেন ড. মঈন খান।
দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের সম্ভাব্য পরিবর্তনের প্রসঙ্গও এ বৈঠকে উঠে এসেছে বলে জানা গেছে।
এর আগে গত শনিবার ড. মঈন খানের গুলশানের বাসায় মধ্যাহ্ন ভোজে অংশ নেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।