‘এ দেশের মানুষ স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য, জাতীয় পতাকার সম্মান রক্ষার জন্য জীবন দিতে পারে। তাই বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না।’ গতকাল শনিবার রাত ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ। ওয়েস্টব্যাংক কলেজ আয়োজিত অনুষ্ঠানের শিরোনাম ছিল মেহফিল-এ ইনকিলাব।
অনুষ্ঠানে আবদুল হান্নান মাসউদ বলেন, ফ্যাসিবাদের দোসররা আবার তাদের চেহারা দেখাচ্ছে, তারা সমাজের মূল অংশের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যেসব রাজনৈতিক দল সন্ত্রাসীদের ইন্ধন দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদের পরিণামও শেখ হাসিনার দলের মতো হবে।
হান্নান মাসউদ বলেন, ‘এখন ভেবেছেন ক্ষমতায় চলে গেছেন, যা ইচ্ছা তা–ই করছেন, আপনাদের বাধা দেওয়ার কেউ নেই। ৫ আগস্টের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগও একই কথা ভেবেছিল। রাজপথে নেমে আমাদের ভাইদের গুলি করেছিল, হামলা করেছিল। তারা কিন্তু টিকতে পারেনি।’
হান্নান মাসউদ আরও বলেন, কোনো দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রত্যুত্তর দেওয়া হবে। এখনো ফ্যাসিস্টের দালালেরা দেশে বসে এবং দেশের বাইরে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। কিন্তু এ দেশের ধর্মপ্রাণ হিন্দু-মুসলমান একই সঙ্গে একই টেবিলে খাবার খায়। এখানে দাঙ্গা লাগানো সহজ নয়।