শেখ হাসিনার পতনের পর এ দেশের মানুষ দুশ্চিন্তামুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘এখন আর রাত পোহাবার অপেক্ষা করতে হয় না। ২০০৫ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল, ওইদিনই পথ হারিয়েছিল দেশ। সেই পথহারা দেশ গত ৫ আগস্ট পথ ফিরে পেয়েছে। এখন ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে।’
শুক্রবার (১৩ ডিসেম্বর) সিলেট জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।
শফিকুর রহমান বলেন, ‘গত ১৫ বছর পেশাগত দায়িত্ব পালনের সময় যে নামাজে গেছে, তাকে চরমভাবে অপদস্থ করা হতো। তাকে অধিকার বঞ্চিত করা হতো। এই অপকর্ম বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। ধর্মের কারণে কোন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না।’
তিনি বলেন, ‘জালিম সরকার জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করেছে। পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। শাপলা চত্ত্বরে হাজার হাজার আলেম-ওলামাকে হত্যা করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গণহত্যা চালিয়েছে। তাই এ দেশের মানুষের কাছে আর ভোট চাওয়ার অধিকার নেই গণহত্যাকারীদের।’
জামায়াত আমির বলেন, ‘প্রধান উপদেষ্টা সকল দলের ও মতের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করেছেন। সেই বৈঠকে সবাই ঐক্যবদ্ধভাবে বলেছেন সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা সোচ্চার।’