‘মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আশঙ্কা করেন তিনি।
তবে হাসনাত আব্দুল্লাহ তার মন্তব্যের মাধ্যমে কার দিকে ইঙ্গিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে হাসনাত তার পোস্টটি শেয়ার করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্ট করার ১০ মিনিটের মধ্যে পোস্টটিতে প্রতিক্রিয়া দেখিয়েছে ২৫ হাজার ফেসবুক ব্যবহারকারী। আর মন্তব্য এসেছে দুই হাজারের অধিক।
এইচ এম আনামুল ইসলাম নামের একজন তার মন্তব্যে লিখেছেন, ‘সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, সে যেকোনো দলেরই হোক না কেন।’
ইয়াসিন সোহাগ নামের একজন লিখেছেন, ‘মজলুম কখনো জালিম হওয়ার সুযোগ পাবে না, যদি গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করা যায়।
এ এইচ মাসুম বিল্লাহ লিখেছেন, ‘জালিম তো হতেই হবে, না হলে নতুন করে মজলুমের সৃষ্টি হবে কী করে?