Home Politics কারো প্রতি নির্ভরশীলতা নয়, দেশীয় পণ্য কিনুন : রিজভী

কারো প্রতি নির্ভরশীলতা নয়, দেশীয় পণ্য কিনুন : রিজভী

by radesk
0 comments

দেশীয় পণ্য কিনতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশীয় হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নেওয়ার প্রতিও আহ্বান জানান তিনি। আজ বুধবার ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চৌরাস্তা মোড়ে ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ শীর্ষক সমাবেশে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপি নেতা ডা. জাহাঙ্গীর হোসেন, মোজাজ্জেদ আলী বাবু প্রমুখ।

এই সমাবেশের পর নিজ নিজ সামর্থ্য অনুযায়ি ন্যুনতম দাম দিয়ে দেশীয় শাড়ি ও লুঙ্গী বিক্রি করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা কারো প্রতি নির্ভরশীল হব না, এই জাতীয়তাবাদী চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাব। বাংলাদেশের প্রশ্ন আসলেই ভারতের সবাই রসুনের মতো এক হয়ে যায়। এর কারণ একটাই, শেখ হাসিনা কেন বাংলাদেশের মসনদে নেই।

শেখ হাসিনা এত প্রিয় কেন মোদি ও মমতাদের কাছে? এর কারণ, শেখ হাসিনা বিনা পারিশ্রমিকে ও বিনা টাকায় যা ভারতকে দিয়েছে, এটা তো জাতীয়তাবাদী চিন্তার কোনা মানুষ দেবে না।’

৭ টি বিদ্যুৎকেন্দ্র বিনা টেন্ডারে দেওয়া হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, ‘মমতা তিস্তাচুক্তি বাস্তবায়ন করতে দিচ্ছে না-এ জন্য তো শেখ হাসিনা কোনো কথা বলেন না। অথচ বিএনপি বা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে এর প্রতিবাদ করত, জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরত।

সীমান্ত হত্যাসহ ভারতীয় আগ্রাসন নিয়ে শেখ হাসিনা কোনো কথা বলেন না। এসব কারণেই শেখ হাসিনা ভারতের কাছে এত প্রিয়।’

 

সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে ভারত নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু-মুসলীমসহ সব ধর্মের মানুষের যে সম্প্রীতি, কোনো অপপ্রচার করে তা ভাঙ্গা যাবে না। অথচ আসামসহ ভারতের বিভিন্ন জায়গায় মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ধারাবাহিক নির্যাতনের শিকার হচ্ছে।’

ভারতকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা নাকি চট্টগ্রাম দখলসহ নানা হুমকি দেন।

আমরা কোনো দেশ দখল করতে চাই না। আমরা রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছি। আমরা একটি স্বাধীন দেশ, অন্য একটি স্বাধীন দেশের প্রতি সম্ভ্রম, শ্রদ্ধা ও সবার সমান বন্ধুত্ব থাকবে বলে মনে করি।’

 

তিনি আরো বলেন, ‘যখন আপনি দাবি করেন একটা, তখন খুঁজে দেখি আমরা কিভাবে দাবি করব। আমাদের যে নবাব ছিলেন ওনার রাজত্ব ছিল বাংলা-বিহার-উড়িষ্যা, আমরা তখন এটা দাবি করব। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রধান সেনাপতি ছিলেন মোহনলাল। সেই পলাশির আম্রকানন থেকে হিন্দু মুসলিম আমরা এক সঙ্গে যুদ্ধ করছি। আমরা এক সঙ্গে পূজা পার্বণে আনন্দ উপভোগ করি।’

এসময় ছাত্রজনতা রক্ত দিয়ে ৫ আগস্ট দ্বিতীয় বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছে উল্লেখ করে অ্যাডভোকেট নিপুণ রায় বলেন, ‘ভারতের দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মেও মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি। কোনো ষড়যন্ত্রে এই সম্প্রীতির বন্ধন নষ্ট করা যাবে না।’

পাড়া-মহল্লায় দেশীয় পণ্য কিনতে উৎসাহ দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশী পণ্য কিনলে অর্থনৈতিক উন্নতি হবে, পণ্যের মান উন্নত হবে, দেশের কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা লাভবান হবে। আমরা এখানে চিকিৎসা সেবার মান বাড়াব।’

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে আত্মমর্যাদার বলে মন্তব্য করেন নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক, এদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম হবে না।’

 

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal