কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের মালিকানাধীন ‘প্রেসিডেন্ট রিসোর্টে’ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সেখানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন এনবিআরের উপপরিচালক তাসনিম আলম, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. আব্দুল্লা আল মামুন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলমসহ অন্যান্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডে অভিযান পরিচালনা করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে ৮ সদস্যের টিম ওই রিসোর্ট থেকে বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যাবতীয় নথিপত্র জব্দ করে।
অভিযানকালে সেখানে কর্মচারীদের উপস্থিতি পাওয়া গেলেও মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। কাগজপত্রে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের মালিকানা না থাকলেও প্রকৃত মালিক তিনিই। তবে রিসোর্টটি তার ভাই ও স্ত্রী পরিচালনার দায়িত্ব পালন করছেন।
জব্দকৃত বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যাবতীয় নথিপত্র যাচাই-বাছাই করার পর প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
কিশোরগঞ্জ হাওরের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় স্থাপিত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডে নামীয় প্রতিষ্ঠানটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের পরিবারের মালিকানাধীন। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা) আসনের তৎকালীন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিলাস বহুল রিসোর্টটি উদ্বোধন করেন।