দক্ষিণ চট্টগ্রামে চারটি পৌরসভা, তিনটি থানা ও আট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাখা কমিটির আমির ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকার বিআইএ মিলনায়তনে নবনির্বাচিত আমিরদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে। এতে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী।
আগামী ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য আসাদুল্লাহ ইসলামাবাদীকে লোহাগাড়া উপজেলা, কামাল উদ্দীনকে সাতকানিয়া, কুতুব উদ্দীনকে চন্দনাইশ, জসীম উদ্দিনকে পটিয়া, খোরশেদুল আলমকে বোয়ালখালী, মুনির আবছার চৌধুরীকে কর্ণফুলী, আবদুল গণিকে আনোয়ারা ও মুহাম্মদ ইসমাইলকে বাঁশখালী উপজেলার আমির নির্বাচিত করা হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্বশীলদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দায়িত্বশীলেরা অত্যন্ত সাবধানতার সঙ্গে তৃণমূল সংগঠন পরিচালনা করবেন। নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, আনুগত্য, তাকওয়া ও শৃঙ্খলা অনুসরণের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে সাতকানিয়া পৌরসভার আমির হিসেবে হামিদ উদ্দীন, পটিয়া পৌরসভায় সেলিম উদ্দীন, বাঁশখালী পৌরসভায় আবু তাহের ও বোয়ালখালী পৌরসভার আমির হিসেবে মুহাম্মদ হারুন শপথ গ্রহণ করেন। এ ছাড়া সাঙ্গু থানায় সিরাজুল ইসলাম, কালারপোল থানায় এস এম নাছির উদ্দীন ও মোহনা থানায় মুহাম্মদ শাহজাহান আমির নির্বাচিত হয়েছেন।
জেলা সেক্রেটারি বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার নায়েবে আমির মুহাম্মদ নুরুল্লাহ, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি নুরুল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।