বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে রবিবার দুপুর মধ্যাহ্নভোজে অংশ নিয়েছে বিএনপির প্রতিনিধিদল।
রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক সহসম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নী ও ঢাকা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।