তিনি বলেন, ‘দেশ-বিদেশে এখনো দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কেউ কেউ ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা করছেন।
আজ রবিবার বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠের ভিআইপি লাউঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ‘কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের সিলেট জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর সভাপতিত্বে ও মহানগর সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের পরিচালনায় আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার প্রমুখ।
এসময় রেজাউল করীম বলেন, ‘আওয়ামী লীগ মানুষের ওপর সীমাহীন জুলুম করেছিল। যার কারণে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
তবে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন আজ বাংলাদেশকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে। সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘কেউ কেউ ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা করছেন। তাই দল-মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তুলে দাঁতভাঙা জবাব দিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসমুক্ত সুখী-সমৃদ্ধ দেশ গড়তে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আমাদের মতাদর্শিক অবস্থান থেকে ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ রাজনীতি কৌশলনীতি গভীরভাবে চিন্তা করতে হবে। কল্যাণ রাষ্ট্রই সব শ্রেণি, পেশা, ধর্মের মানুষের রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার নিশ্চিত করতে পারে।
এর আগে শনিবার রাতে নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। চরমোনাই পীর এসময় বলেন, ‘ভারতের চক্রান্তে সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ করে রাখা হয়েছে। পরিবেশ নষ্টের অজুহাতে সরকার ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা ভারতের দালালরা পতিত আওয়ামী সরকারের সিদ্ধান্ত বহাল রেখে দেশকে পঙ্গু করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
তিনি বলেন, ‘বন্ধ থাকা সিলেটের সকল পাথর কোয়ারি খুলে না দিলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’
পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেটের সমন্বয়কারী মাওলানা মাহমুদুল হাসান, সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ও ঢাকা মেট্রোপলিটন বারের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিজ আহমদ প্রমুখ।