আওয়ামী লীগের ১৫ বছরের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কেউ কেউ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথাও বলছে।’
শুক্রবার (৬ ডিসেম্বর) মিরপুর-১০ সিটি করপোরেশন অফিসের উত্তর পাশে, ফকিরবাড়ি লেনে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর মিরপুর জোন।
নুরুল হক নুর বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি, সে লক্ষ্যে সবাইকে এক থাকতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশে হিন্দু ভাইদের ওপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এমন নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না।
সরকারের উদ্দেশে নুরুল হক বলেন, শেখ হাসিনার আমলে যে দানবীয় রাষ্ট্র গড়ে তুলেছিল, তার পরিবর্তনের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছিল।
গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ‘বাংলাদেশ নামক রাষ্ট্রটি দীর্ঘ ১৫ বছর ভারতের কাছে বর্গা দিয়েছিল শেখ হাসিনা। আগস্টে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু ভারত তার পুরনো বন্ধু শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে বাংলাদেশকে বিপদে ফেলতে চাচ্ছে।
সভায় সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বক্তব্য দেন, গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুহেল রানা সম্পদ প্রমুখ।