খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, নরেন্দ্র মোদির মদদে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়তারা চালাচ্ছে পলাতক শেখ হাসিনা। তবে দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিবে।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবদুল কাদের বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে ভারতের নরেন্দ্র মোদি কষ্ট পেয়েছেন। মোদী সরকার আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না। স্বাধীনভাবে থাকতে দিতে চায় না। কিন্তু আমরা স্বাধীন জাতি, যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, সেভাবে স্বাধীনতা রক্ষা করবো।
প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিব। বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না।
প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিব। বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না।