ছাত্র-জনতার আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাহিনীটির নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দুঃখ প্রকাশ ও ক্ষমা চান।
বাহারুল আলম বলেন, যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থরক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তা বাড়াবাড়ি ও আইনভঙ্গ করেছেন। অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন।
তিনি বলেন, আইনি সেবা প্রত্যাশী জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। অপরাধ সংঘটিত হলে পুলিশ কাজ করবে, তল্লাশি চালাবে।
অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারে উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে আইজিপি বলেন, “পুলিশ সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করলে এই বাহিনী প্রকৃত অর্থেই জনবান্ধব হয়ে উঠবে বলে বিশ্বাস করি।”
সংবাদ সম্মেলনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজি (প্রশাসন) আলমগীর আলম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআর) আবু নাছের মোহাম্মদ খালেদ, ডিআইজি (অপারেশনস) রেজাউল করিম ও ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।