Home Politics আওয়ামী লীগের দুর্নীতি/ শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি

আওয়ামী লীগের দুর্নীতি/ শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি

by radesk
0 comments

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে ২৮ লাখ কোটি টাকা পাচার হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে বিএনপি। নেতারা বলেছেন, টাকা পাচার করায় দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দলীয়ভাবে আওয়ামী লীগ সরকারের অর্থ পাচারসহ পুরো অর্থনীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। এ জন্য কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন নেতারা। এছাড়া আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দলের নীতিনির্ধারকরা বলেন, ভারতের আচরণ কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তারা অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এসব ঘটনার সঙ্গে পতিত আওয়ামী লীগের ইন্ধন আছে বলেও মনে করেন তারা। বৈঠকে বিএনপির নীতিনির্ধারকরা বলেন, বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড ও ভারত সরকারের বক্তব্য একই সূত্রে গাঁথা। এটি পরিকল্পিত। ভারতের বক্তব্য ও কর্মকাণ্ড উস্কানি দিচ্ছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। দেশে এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে বিশ্বের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরা যায়।

বৈঠক সূত্র জানায়, ভারতের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি আজকালের মধ্যে সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলনে ভারতের সাম্প্রতিক ও আগের কর্মকাণ্ডের একটি ডকুমেন্টারি দেখানোর কথা রয়েছে।

বৈঠকে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। নেতারা বলেন, এ রায়ে প্রমাণ হয়েছে– মামলাটি উদ্দেশ্যমূলক ছিল। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছে। বৈঠকে দলের নেতারা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার প্রকল্প নিয়েছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা তারই একটি অংশ।

বৈঠকে বিজয় দিবস উপলক্ষে দেশীয় শিল্পীদের নিয়ে ঢাকায় বড় ধরনের কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মূলত বিজয় দিবসের অনুষ্ঠানে নতুনত্ব ও জাঁকজমকপূর্ণভাবে করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal