ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী সংগঠন ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মান্না বলেন, ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামে উগ্রবাদী সংগঠন বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা করেছে তা বাংলাদেশের ওপর হামলা বলেই বিবেচনা করা যায়। সহকারী হাইকমিশনের ভেতরে হামলা, ভাঙচুর এবং বাংলাদেশের পতাকার অবমাননা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।