জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আজ মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে বসবেন তিনি। আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন। এর পর দিন ইসলামী সংগঠনগুলোর সঙ্গে সংলাপ করবেন তিনি।
আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সিদ্ধান্তের কথা জানান।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের মিস ইনফরমেশন ক্যাম্পেইনের জন্য ভারতীয় জনগণের মধ্যে ভুল তথ্য যাচ্ছে। এজন্য তারা এভাবে রিয়েক্ট করছে। এর জন্য দায়ি ইন্ডিয়ান মিডিয়া।
তিনি আরও বলেন, ভারতীয় মিডিয়া আসলে আগেই ঠিক করে রেখেছে, বাংলাদেশ নিয়ে কী বলবে। তারা ফ্যাক্ট চেক করছে না।