Home » সেনা প্রধান কতৃক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার উক্তি বাস্তবতা বিবর্জিত ,অপরিসাধ্য ও অসম্ভব। চেয়ারম্যান, বাংলাদেশ শান্তির দল।

সেনা প্রধান কতৃক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার উক্তি বাস্তবতা বিবর্জিত ,অপরিসাধ্য ও অসম্ভব। চেয়ারম্যান, বাংলাদেশ শান্তির দল।

প্রেস বিজ্ঞপ্তি

by radesk
0 comments

বাংলাদেশ শান্তির দলের কেন্দ্রীয় কমিটির দৃস্টিগোচর হয় যে , বিগত ২৫/০২/২০২৫ ইং তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘জাতীয় শহিদ সেনা দিবস’ উপলক্ষ্যে রাওয়া ক্লাবে বক্তব্য প্রদান করেন যে, “আমি আপনাদেরকে সর্তক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে এক সংঙ্গে কাজ না করতে পারেন,নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে” বক্তব্যের প্রেক্ষীতে শান্তির দলের চেয়ারম্যান, এ্যাড. সৈয়দ আবদুল্লাহ সহিদ তার আলোচনায় সেনা প্রধান কতৃক দেশের বৃহত্তর স্বার্থে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে, কাদা ছোড়াছুড়ি ও মারামারি বন্ধ করার আহ্বানকে সমর্থন করেন। কিন্তু উক্ত আহ্বানের সাথে সেনা বাহিনী প্রধান কতৃক “দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে” কথাগুলির প্রতি শান্তির দলের চেয়ারম্যানের বিশেষ দৃষ্টি আকর্ষন হয়। দলের চেয়ারম্যান মন্তব্য করেন যে, সেনা প্রধানের মত গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে , “দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে” মর্মে বক্তব্য প্রধান করা তার জন্য অপেশাদার সুলভ, অনুচিত, অগ্রহনযোগ্য ও অনভিপ্রেত। দলের চেয়ারম্যান বলেন যে, ১৮ কোটি জনগনের এই সোনার বাংলাদেশ আজ জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষা , দীক্ষা ও দক্ষতায় বিশ্বব্যাপী স্বমহিমায় প্রতিষ্ঠিত এক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এজাতী ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ২০২৪এর ছাত্র-জনতার জুলাই বিপ্লব সহ অতীতে সকল জাতীয় দুর্যোগে ও প্রয়োজনে ঐক্যবদ্ধ ভাবে সফল সংগ্রামের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। দলের চেয়ারম্যানের মতে পাক ভারত বাংলা উপমহাদেশে বাংলাদেশের জনগন সর্বাপেক্ষা সাহসী, সুশৃংখল , ঐক্যবদ্ধ ও শ্রেষ্ঠ। তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করা বর্হিবিশ্বের কোন দেশের পক্ষে অপরিসাধ্য ও অসম্ভব। দলের চেয়ারম্যান আরো মনে করেন যে, কোনোদেশ যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার মতো দুঃসাহস দেখায় তা হলে ইতিহাসের সার্বজনীন অমোঘ নিয়মে অবশেষে উক্ত দেশ পরাজিত, পরাভুত হবে এবং এমনকি তাদের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অখণ্ডতা বিনষ্ট হবে ।
বার্তা প্রেরক
ইঞ্জিনিয়ার, মোঃ আল মামুন
মহাসচিব, বাংলাদেশ শান্তির দল।
মোবাঃ- ০১৯১৭৫৮২১১৭

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal