বিলাসবহুল নকশা ও উচ্চমূল্যের জন্য আলোচনার কেন্দ্রে থাকা ৩০০ কোটি টাকার বাড়িটি এখন আরও বিতর্কিত। এই বাড়ির মালিক মাহতাবুর রহমান নাসির, তবে সাম্প্রতিক সময়ে বাড়িটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গোপন আশ্রয়স্থল হিসেবে পরিচিত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, তারা শুনেছেন কাদের ওই বাড়িতেই ছিলেন এবং পরবর্তীতে ভারতে পালিয়ে যান। যদিও, বেশিরভাগ লোক ক্যামেরায় কথা বলতে রাজি হননি।
একজন এলাকাবাসী জানান, “আমরা শুনেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ কোটি টাকার বাড়িতে ছিলেন। ওই বাসাতে তো আগে থেকেই ঢোকা যায় না। তাকে আমি দেখিনি, তবে মানুষের মুখে শুনেছি তিনি ওই বাসায় ছিলেন।”
তবে, কাজি ক্যাসেলের কর্মচারীরা এসব দাবি অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, ৫ই আগস্টের পর থেকে বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা এটিকে গুজব বলে দাবি করেছেন।