বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির পক্ষ থেকে এ বৈঠকের কথা জানানো হলেও আলোচনার বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল।
জাতিসংঘের সংস্থাগুলো হলো ইউএনএইচসিআর আইওএম, ইউএন উইমেন, ইউএনএফপিএ, ইউনেসকো, ইউনিসেফ, এফএও, ইউএনআইডিও, ইউএনওডিসি, আইএফএডি, ইউএনওপিএস, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউএনডিপি এবং আইএলও।