আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘৫ আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্যকেও মারা হয়নি। অথচ এরাই এখন আমাদের ওপর আক্রমণ করছে।’
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের ওপর আক্রমণগুলোকে কমপ্লিট ফেইলিউর অব ইন্টেলিজেন্স মনে করি।
আর তাদের ধরার মতো কোনো কার্যক্রম চোখে পড়েনি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি দায়িত্ব পালন না করে তবে তাদের পরিবর্তন করতেও দ্বিধাবোধ করব না।’
ভারত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত এখন জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত যাদের আশ্রয় দিচ্ছে তাদের আমরা জঙ্গি মনে করি।
ভারত যদি তাদের সহয়তা করে তাহলে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে কি না, তা বুঝে নেওয়ার সময় এসেছে।’
তিনি বলেন, ‘যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি তারাই মাইনরিটি। মাইনরিটি কার্ড নিয়ে যদি সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার কথা ভাবেন তাহলে ভুল ভাবছেন।’
শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন জানিয়ে হাসনাত আরো বলেন, ‘ভারতের নির্দেশ অনুযায়ী এদেশের সব ক্ষেত্রকে ধ্বংস করেছেন তিনি।