জুলাই-অগাস্টের খুনিদের পুনর্বাসনের কেউ চেষ্টা করলে তাদের প্রতিহত করতে আবার জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘৫ অগাস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত এবং তাদের সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেয়ার জন্য প্রস্তুত আছি।’
সারজিস আলম বলেন, ‘এই যে এত বড় হত্যাকাণ্ড-তার পরও এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার উচ্চারিত হয়। তাদের রাজনৈতিক অধিকার নিয়ে আবার কথা বলা হয়। এরা একেকজন প্যাথলজিক্যাল কিলার।’
বিগত ১৬ বছরে তারা বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে উল্লেখ করেন তিনি।
আন্দোলনে স্বজন হারানোদের উদ্দেশে সারজিস বলেন, ‘আপনাদের শক্ত হতে হবে। এই খুনগুলোর বিচার বাংলাদেশে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কথা বলে যাব। যে কেউ যদি আপনাদের নিয়ে ছেলেখেলা করার চেষ্টার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আমরা বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব।’
‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকার চেক দেয়া হয়।