আবেগ নয় বিবেক দিয়ে দেশ চালাতে হবে বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি কর্ণেল(অবঃ) অলি আহমেদ।
গতকাল বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এলডিপির আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে অলি আহমেদ বলেন, আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা শিখেছি ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত। এর পরেও তিনবার মন্ত্রী ছিলাম এবং ৬ বার এমপি ছিলাম। সফলতার সাথে কাজ করেছি। আমাদের এক ধরনের অভিজ্ঞতা আছে, কিভাবে রাষ্ট্র পরিচালনার করতে হয় সুতরাং কে কিভাবে পরিচালনা করতেছে,কোথায় ভুল হচ্ছে এটা আমাদের পক্ষে নির্ণয় করা কোনো কঠিন কাজ নয়।
তিনি বলেন, বর্তমান সরকারের জন্য আগামীর দিনগুলি অনেক বেশি কিঠিন হবে। আমি ইউনুস সাহেবের কাছে দু’বার গিয়েছি। আমি উনাকে বলেছি, আপনি নিরাপদে নাই। আপনার বিরুদ্ধে প্রতিনিয়ত দেশি- বিদেশি ষড়ডন্ত্র হচ্ছে। সুতরাং কখন কি ঘটে তা বলা যাচ্ছে না । আপনাকে সতর্কতার সাথে সামনে অগ্র্রসর হতে হবে।
অলি আহমেদ বলেন, আমি অন্তবর্তীকালীন সরকারকে সজাগ করে দিতে চাই। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল তাদেরকেও সাবধান করে দিতে চাই। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে এবং কোথায়, কোন বাসায় বসে পরিকল্পনা করছে, সে তথ্যও আমার কাছে আছে। আওয়ামী লীগকে সংগঠিত করতে কারা কারা সাহায্য করছে সে তথ্যও আমার কাছে আছে। সুতরাং আমরা যদি মনে করি , স্বৈরাচারীরা বসে আছে তাহলে সেটা সঠিক নয়।
এলডিপির সভাপতি বলন, স্বৈরাচারের দোসররা প্রশাসনের প্রথম স্তর . দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরেও রয়েছে। পুলিশের মধ্যেও আছে । বর্তমান সরকারকে বলবো, আর কাল বিলম্ব না করে , যেভাবেই হোক দোসরদের চিহ্নিত করে তাদের তালিকা প্রস্তুত করুন। তাদেরকে বদলি করা সমাধান নয় । তাদেরকে চাকরি থেকে বহিস্কার করুন এবং তাদের বিরুদ্ধে তদন্ত করুন।
অলি আহমেদ আরও বলেন, এমন কোনো আওয়ামী লীগের নেতা পাবেন না যার কাছে ৫০ কোটি টাকা থেকে কয়েক’শ কোটি টাকা নাই। হাসিনা নিজেই বলেছে তার ঘরের পিয়নের কাছেই ৪০০ কোটি টাকা আছে সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে। এই সরকারকেও সাবধানতার সাথে অগ্রসর হতে হবে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে সুযোগ বারবার আসে না এবং আল্লাহ বারবার সুযোগ দেয় না।এটা একটা অপূর্ব সুযেোগ এসেছে। এদেশের সম্মুখে দেশকে নতুন ভাবে গড়ে তুলার জন্য । এখানে নতুন এবং পুরাতনের সমন্নয় ঘটাতে হবে। যারা অভিজ্ঞ লোক তাদেরকে বিভিন্ন যায়গায় পদায়ন করতে হবে।অভিজ্ঞতার কোনো বিকল্প নাই।লেখা পড়া আপনি বই পড়ে আহরণ করতে পারবেন , রিসার্স করে আহরণ করতে পারবেন কিন্তু অভিজ্ঞতা আহরণ করা যায়না , অভিজ্ঞতা আপনি প্রত্যেক দিন কর্মকান্ডের মাধ্যমে আপনি শিখেন।