নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিয়ে র্বাতা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান।
তিনি আরও বলেন, আজকে আমি কঠোর ভাবে আপনাদের নির্দেশেনা দিতে চাই , বিনীত অনুরোধ করে বলতে চাই, আপনারা সবাই বিএনপির প্রতিনিধি বা কর্মী। আপনার এলাকায় আপনি একজন বিএনপির প্রতিনিধি হসেবে পরিচিত। প্রত্যেক মানুষ আপনাকে বিএনপির কর্মী হিসেবে চিনে। আপনি যখন আপনার আত্মীয়ের বাসায় যান , আপনি নিশ্চয় চলাফেরায় , কথা বার্তায়, উঠা বসায়,এমন কিছুর পরিচয় দেন, যাতে আপনার আত্মীয়র মনে কোনো নেগগেটিভ ধারনা না হয়। তেমনি ভাবে আপনার এলাকায় আপনি এমন কিছু করবেন না যাতে আপনার সুনাম নষ্ট হয়।
কয়েকদির পরেই ভোট হবে। আপনি ধানের শীষের পক্ষে ভোট চাইতে যাবেন ,তখন কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন! যদি তাদের সাথে বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ করেন, সেদিন আপনাকে সে অপমান করবে ।
ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা কেউ মানুষের সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে পারবেন না। যদি দেশ পরিচালানার সুযোগ পেতে চান তাহলে মানুষের আস্থা আনতে হবে ,নিজের মধ্যে উপলব্দি আনতে হবে , নিজের পারসোনালিটি চেন্জ করতে হবে। কথা-বার্তায় চালচলনে চেন্জ আনতে হবে।